Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

(১)    বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারায়নে সহায়তা প্রদান;

(২)    বিসিসি-কর্তৃক স্থাপিত ICT স্থাপনাসমূহের পরীবিক্ষন ;

(৩)   আঞ্চলিক পর্যায়ে ICTনীতিমালাসহ জাতীয় কৌশল ও নীতিমালা বাস্তবায়নে সহায়তা প্রদান;

(৪)    তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়ন;

(৫)    তথ্য প্রযুক্তি বিষয়ক জরুরী অবস্থা মোকাবেলায় সহায়তা প্রদান;

(৬)   ICT নির্ভর দেশ বিনির্মাণে আঞ্চলিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিমূলক সভা, সেমিনার আয়োজন করা এবং এ বিষয়ে অন্যান্য  প্রতিষ্ঠানকে সহায়তা করা:

(৭)    সরকারী পর্যায়ে তথ্য প্রযুক্তির প্রসারে মাঠ প্রশাসনকে সহায়তা প্রদান করা;

(৮)    সরকারী বেসরকারী পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পরামর্শ ও সহায়তা প্রদান;

(৯)    ওয়েব সাইটে আঞ্চলিক কার্যালয়ের কর্মকান্ড উপস্থাপন;

(১০) স্থানীয় পর্যায়ে সাশ্রয়ী সফটওয়্যার ও হার্ডওয়্যার সলুউশন, ব্যবহারে উৎসাহ প্রদান এবং এ সম্পর্কে পরামর্শ সেবা প্রদান;

(১১) স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার জনবল নিয়োগে সহায়তা প্রদান;

(১২)  বিভিন্ন সংস্থায়, কম্পিউটার অকেজো ঘোষণা নীতিমালা বাস্তবায়নে সহায়তা প্রদান;

(১৩) ডিজিটাল বৈষম্য দূরিকরণে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠাণ সমূহে সহায়তা প্রদান;

(১৪) সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিসিসি কর্তৃপক্ষের নির্দেশক্রমে কাজ সম্পাদন;

(১৫) বিসিসি কর্তৃক স্থাপিত কম্পিউটার ল্যাব ও অন্যান্য আইসিটি অবকাঠামোর কার্যকর ব্যবহারকল্পে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান;

(১৬) বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ের চাহিদা নিরূপনে প্রয়োজনীয় স্টাডি/গবেষণা পরিচালনা;

(১৭) বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ের চাহিদানুসারে কোর্স ডিজাইন, কারিকুলাম প্রণয়ন ও কোর্স পরিচালনা;

(১৮) বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিং এবং জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা গ্রহণ ও প্রদান;

(১৯)  বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্প উন্নয়ন ও বিকাশে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহনে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;

(২০) বিভাগীয়/জেলা/আঞ্চলিক পর্যায়ে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিযোগিতা আয়োজন;

(২১) আইসিটি যন্ত্রপাতি ও দ্রব্যাদির গুণাগুণ যাচাইকরণে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা পরিচালনা;

(২২) আইসিটি যন্ত্রপাতি ও দ্রব্যাদির নির্ধারিত স্পেসিফিকেশন ও মান সম্পর্কে অবহিতকরণ এবং প্রয়োজনে তা নির্ধারণ;

(২৩)  বিসিসি সদর দপ্তর কতৃক নির্দেশিত অন্য যে কোন কার্য সম্পাদন;